নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর ফ্ল্যাট, প্লট, গাড়ি জব্দের আদেশ

- আপডেট সময় ১২:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি গাড়ি ও একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পরিচালক মো. আবুল হাসানাত। লিখিত আবেদনে বলা হয়, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে নাইমুর রহমানের অর্জিত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।